১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

চাকরি দেওয়ার প্রলোভনে ৩ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

আপডেট: জানুয়ারি ১৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আহাদুজ্জামান ফকির (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনার সদস্যরা। সোমবার (১৭ জানুয়ারি) রাতে র‌্যাব-৬ খুলনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাৎকারী খুলনা মহানগরীর নতুন রাস্তার মোড়ে অবস্থান করছে, এমন সংবাদ পাওয়া যায়। সেখানে অভিযান পরিচালনা করে মো. আহাদুজ্জামান ফকিরকে (৫০) গ্রেফতার করা হয়। তিনি নড়াইল সদরের মৃত আলেফ ফকিরের ছেলে।

এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, অভিযোগকারীর ভাইকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে নগদ ২ লাখ টাকা এবং পরে আরও ১ লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network