২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

দুমকিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

জাকির হোসেন দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের ১নংওয়ার্ডে মোঃ মস্তফা শরিফ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লেবুখালী ১ নং ওয়ার্ড বিএনপি এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক। মতিউর রহমান দিপু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো: ফোরকান হাওলাদার উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হাওলাদার, লেবুখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো ইউনুচ ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো : বায়েজিদ আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, মো: মনির শরিফ আরও ছাত্র দলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, এছাড়া আরও উপস্থিত ছিলেন ফারুক ফকির, ,,সাগর, নাসির সিকদার, আলমগীর হাওলাদার, প্রমুখ। ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মস্তফা শরিফ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেনসাবেক বিএনপি প্রবীণ নেতা: আ: রাজ্জাক সরদার ।

আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর সুস্থতার জন্য আমরা সবাই প্রার্থনা করছি। দোয়া অনুষ্ঠানে বক্তারা পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network