২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

১৫ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নওগাঁ প্রতিনিধি:: নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সীমান্ত এলাকার নলপুকুর বুড়োল দিঘীতে স্থানীয়রা দিঘী খননের সময় একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়। পরে খবর পেয়ে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মো. তহুরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল স্থানীয় জনগণের সহযোগিতায় ওই পুকুর থেকে ২৭ দশমিক ৫৮০ কেজির মূর্তিটি উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার মূর্তিটি স্বর্ণকারের মাধ্যমে নাইট্রিক অ্যাসিড ও পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। পরীক্ষায় এটি অত্যন্ত উচ্চমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারি অভিজ্ঞদের মতে এর মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।

লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন আরও জানান, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সকল অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network