আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৫
আব্দুল কাদের স্টাফ রিপোর্টার:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে আজ মঙ্গলবার ইউনিসেফের অর্থায়নে এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় আয়োজিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহের চাইল্ড রাইটস অফিসার সুরভী বিশ্বাস।
সভায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর এ. কে. এম. মহিউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

