২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

তালতলীতে আরএমটিপি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে অনুদান ও বীজ বিতরণ

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলায় আরএমটিপি (তেল ও ডাল ফসল প্রকল্প) এর আওতায় কৃষকদের মাঝে অনুদান ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলার কোডেক অফিসের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মোঃ ইসমাইল শেখ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন। এছাড়া এভিসিএফ (সীড) মোঃ মোয়াজ্জেম হোসেন এবং এভিসিএফ (ফিস) মোঃ নেছার উদ্দিন সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় মোট ৪৩ জন কৃষকের মাঝে প্রত্যেকে ৮ হাজার টাকা করে নগদ অনুদান পেয়েছেন। পাশাপাশি তেল ও ডাল জাতীয় বিভিন্ন উন্নত জাতের বীজ বিতরণ করা হয়। বীজ সংরক্ষণের সুবিধার্থে ৩০ জন কৃষকের মাঝে ড্রামও প্রদান করা হয়।

উপকারভোগী কৃষক কুলসুম বেগম বলেন,এই অনুদান ও বীজ সহায়তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে চাষাবাদের খরচ কমবে এবং উৎপাদন বাড়বে। আমাদের পরিবারের আয় বৃদ্ধি হবে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আর্থিক স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে আরও কৃষককে এ প্রকল্পের আওতায় আনা হবে বলে তারা আশ্বাস দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network