২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও মানবিক উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ ব্রিগেড খাগড়াছড়ি সদর জোনের সহযোগিতায় সীমান্তবর্তী পানছড়ি উপজেলার দুর্গম লোগাং এলাকায় ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে লোগাং উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। একইসঙ্গে শীতার্তদের মাঝে শীতবস্ত্র, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা, বিভিন্ন বিদ্যালয়ে খেলার সামগ্রী এবং নারী উদ্যোক্তাদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে ডাকসুর সদস্য হেমা চাকমার পিতা সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা এবং ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের বুদ্ধময় পাড়ার অনুপম চাকমাকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় লোগাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয় কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়নসহ জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য জেলার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network