৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভুল চিকিৎসায় জরিমানা, ঋণের হতাশা থেকে স্ত্রী-সন্তানদের খুন

আপডেট: মে ৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মানিকগঞ্জে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান রুবেলকে (৪০) আটক করেছে পুলিশ। রোববার (০৮ মে) সকালের দিকে উপজেলার পাচুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আসাদুজ্জামান রুবেল উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য দন্ত চিকিৎসক এবং উপজেলার বানিয়াজুরি এলাকায় তার চেম্বার রয়েছে।

নিহত লাভলী আক্তার (৩৫) গৃহিণী। বড় মেয়ে ছোঁয়া আক্তার (১৬) বানিয়াজুরি স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির ছাত্রী এবং ছোট মেয়ে কথা আক্তার (১২) বানিয়াজুরি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৭-১৮ বছর আগে আসাদুজ্জামান রুবেল ও সাইজুদ্দিনের মেয়ে লাভলী আক্তার ভালবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকেই রুবেল স্ত্রী ও মেয়েদের নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। প্যারামেডিকেল কোর্স শেষে দন্ত চিকিৎসায় নামেন তিনি। কিছু দিন আগে ভুল চিকিৎসার কারণে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হয়। এর মধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করছিলেন রুবেল। তবে আজ জরিমানার বাকি টাকা দেওয়ার কথা ছিল।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।তিনি আরও বলেন, ঋণগ্রস্ত থাকায় অভিযুক্ত ব্যক্তি হতাশা থেকে এমন ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় নিহত লাভলী আক্তারের বাবা সাইজউদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network