আপডেট: ডিসেম্বর ১১, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী উথলী সূর্য্য তোরণ ক্লাবের উদ্যোগে এবং উথলী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উথলী বাসস্ট্যান্ড টু উথলী বাজার সড়কের স্কুল এলাকায় ভেঙে যাওয়া রাস্তা মেরামত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাস্তার ভাঙা অংশ মেরামতের কাজ শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উথলী সূর্য্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমানসহ অন্যরা।
জিল্লুর রহমান বলেন, বিগত দিনের ভারী বৃষ্টিপাতের কারণে কিছুদিন আগে উথলী মাধ্যমিক বিদ্যালয় এলাকায় উথলী বাজারে যাওয়ার সড়কটি একপাশ থেকে ভেঙে যায়। ভাঙা অংশটি রাস্তার বাঁকে হওয়ায় যেকোনো সময় বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন কথা চিন্তা করে উথলী সূর্য্যতোরণ ক্লাবের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইট ও মাটি ভরাট করে রাস্তাটি মোটামুটিভাবে মেরামত করা হয়েছে। ভাঙনরোধে কিছুদিন পরেই ওই অংশে গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরও বলেন, এলাকাবাসীর পরামর্শ ও সহযোগিতায় উথলী সূর্য্যতোরণ ক্লাব এধরনের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা সবসময় বজায় রাখবে।
উথলী সূর্য্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টুর সার্বিক সহযোগিতায় এবং ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমানের তত্ত্বাবধানে উথলী মাধ্যমিক বিদ্যালয় এলাকার ভেঙে যাওয়া রাস্তাটি মেরামত করা হয়েছে। ভাঙা রাস্তাটি মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতো।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

