৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে মিষ্টি ও আইসক্রিম কারখানাকে জরিমানা

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর একটি মিষ্টি ও আইসক্রিম তৈরির কারখানার কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান করে বিএসটিআই ও জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে জরিমানা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।

এনএসআই সূত্র জানিয়েছে, তাদের বরিশাল কার্যালয়ের সদস্যরা ভেজাল খাদ্যের বিরুদ্ধে কাজ করছে। ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে নগরীর মুসলিম পাড়া এলাকার অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডার ও হাটখোলা এলাকার মারুফ সুপার স্পেশাল আইসক্রিম কারখানায় গোয়েন্দা নজরদারী করে। এনএসআই সদস্যরা ক্রেতার ছদ্মবেশ ধারণ করে পন্য ক্রয় করে। পরবর্তীতে যাচাই-বাছাই এর মাধ্যমে খাবারের নিম্নমান ও খাবারে কাপড়ের রং মিশ্রণের বিষয়টি নিশ্চিত হয়। পরে জেলা প্রশাসন ও বিএসটিআই এর মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআইয়ের পরিদর্শক আরাফাত রহমান বলেন, অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারের কারখানায় গিয়ে মানহীন ও বিষাক্ত রং মিশ্রিত মিষ্টি পাওয়া গেছে। এছাড়াও কারখানার মধ্যে শৌচাগার স্থাপন করা হয়েছে। তাই অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডার কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এরপর হাটখোলা এলাকার মারুফ সুপার স্পেশাল আইসক্রিম কারাখানায় অভিযান করা হয়। সেখানে অনুমোদনহীন ও বিষাক্ত রং মিশ্রিত আইসক্রিম তৈরির দায়ে কর্তৃপক্ষকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network