৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা

আপডেট: মে ১৪, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

স্বপ্নজয়ী রত্নগর্ভা মায়েদের সাথে অনুষ্ঠানের অতিথিবৃন্দ

বিশ্ব মা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় স্বপ্নজয়ী ৫ জন সফল মায়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। রবিবার (১৪ই মে) সকাল সাড়ে ৯টার সময় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চুয়াডাঙ্গার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, চুয়াডাঙ্গার উপপরিচালক মাকসুরা জান্নাত। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ড. সাজ্জাৎ হাসান, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান, স্বপ্নজয়ী রত্নগর্ভা মায়েরা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network