১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাকেরগঞ্জে গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন যুবক

আপডেট: নভেম্বর ২৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই একান্ত প্রচেষ্টায় বানিয়ে ফেলেছেন শখের গাড়ি। কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে অটো রিক্সার মিস্ত্রি ডায়মন্ড নামের যুবক মাত্র আড়াই লাখ টাকায় তৈরি করেছেন জিপ গাড়ি।পরিবেশবান্ধব জিপ গাড়িটি এলাকায় বিস্ময় সৃষ্টি করেছে। সহযোগিতা পেলে কম খরচে নামি-দামি ব্র্যান্ডের আদলের গাড়িও বানাতে চান মেধাবী এই তরুণ।

ইতিমধ্যেই ডায়মন্ডের তৈরি গাড়ির খবর ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অনেকেই ব্যাপক উৎসাহ নিয়ে তাঁর তৈরি নতুন গাড়ি দেখতে আসছেন। কেউ ছুঁয়ে দেখছেন, তো কেউ আবার একটু চড়েও নিচ্ছেন ব্যাটারিচালিত এই জিপ। আর ডায়মন্ড তার জিপ গাড়ি নিয়ে ঘুরছেন ‘টোটো’ করে।

তবে একেবারেই সম্পূর্ণ গাড়িটি তৈরি করে উঠতে পারেননি ডায়মন্ড। হাতে টাকা এলে, সামর্থ্য মতো কিছু কিছু করে গাড়ির সরঞ্জাম কিনেছেন। আর তাই দিয়েই একটু একটু করে এগিয়ে গিয়েছেন নিজের স্বপ্ন পূরণের লক্ষে। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।

উন্নত মানের চার চাকার উপর গাড়িটি নির্মাণ করা হয়েছে। গাড়িটিতে ড্রাইভার সহ চারটি সিট রয়েছে। গাড়িটির সামনে আকর্ষণীয় হেডলাইট ও উপরে বাম্পার সাথে চারটি লাইট রয়েছে। গাড়িটি তৈরিতে ছয়টি ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডায়মন্ড জানান, আমি নিজে তিন চাকার অটোরিক্সা বানাই। আমার তৈরি অটো রিক্সা বিভিন্ন স্থানে বিক্রয় করি। কাজের ফাঁকে ফাঁকে নিজের ব্যবহারের জন্য এই জিপ গাড়িটি তৈরি করেছি। গাড়িটি ব্যবহারে খুব সাশ্রয়।

কোন তৈলের প্রয়োজন নেই। প্রতিদিন একবার বৈদ্যুতিক চার্জ দিলেই ৫০ থেকে ৬০ টাকা খরচ হবে এবং একবার চার্জ দিলে ১২০ থেকে ১৫০ কিলোমিটার পথ চলা যাবে। ডায়মন্ডের স্বপ্ন রয়েছে এই গাড়িটি নির্মাণ কাজ শেষ হলেই বাণিজ্যিকভাবে বিভিন্ন রকম গাড়ি নির্মাণ করবেন তিনি।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network