৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
জীবননগর থেকে অপহৃত ৫ ব্যক্তি ঝিকরগাছা থেকে উদ্ধার বাকেরগঞ্জের কলসকাঠীতে ভেকু দিয়ে অবৈধভাবে সরকারি মাটিকাটার মহোৎসব গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর ১৩ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত! বিএনপি’র প্রার্থীকে অভিনন্দন জানিয়ে প্রশংসায় ভাসছেন জামায়াত প্রার্থী বাকেরগঞ্জে আবুল হোসেন খানকে মনোনয়ন দেয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা! সংবাদ প্রতিদিনের বার্তা সম্পাদক হলেন তরুণ সাংবাদিক খান মেহেদী! বাকেরগঞ্জে আবুল হোসেন খানকে মনোনয়ন দেয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর, বন্ধু গ্রেপ্তার

চরমোনাইয়ের মাহফিল শুরু, লাখো মুসল্লির ঢল

আপডেট: নভেম্বর ২৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের চরমোনাই দরবারে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল। চরমোনাই মাদরাসার মূল মাঠ ও ৩ নম্বর মাঠ নিয়ে দুটি মাঠে বুধবার বাদ জোহর থেকে শুরু হয় এ মাহফিল। আজ অনুষ্ঠিত এ মাহফিল চরমোনাইর ১০০তম মাহফিল। উদ্বোধনী দিনে মাহফিলে লাখো মুসল্লির সমাগম হয়েছে।

উদ্বোধনী বয়ানে চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘দুনিয়াবি উদ্দেশ্যে নয়, বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন, তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দিন।’

তিনি বলেন, দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলি হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।

তিন দিনব্যাপী মাহফিলের প্রথমদিন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সারাদেশ থেকে আগত ওলামায়ে কেরামদের নিয়ে ওলামা সম্মেলন ও শেষদিন সকালে সারাদেশ থেকে আগত ছাত্র-জনতাকে নিয়ে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও মাহফিলে আগত যুবক ও শ্রমিকদের নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজনে হবে বিশেষ মতবিনিময় সভা।

মাহফিলে আগত মুসল্লিদের প্রাথমিক চিকিৎসার জন্য ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। এতে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আরো ৪০ জন চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসাসেবা পরিচালিত হচ্ছে। ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি নৌ অ্যাম্বুলেন্স মাহফিল হাসপাতালে কার্যক্রমে নিয়োজিত রয়েছে। মাঠে অসুস্থ হয়ে পড়া রোগীকে তাৎক্ষণিক মাহফিল হাসপাতালে পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী।

দুটি মাঠে মাহফিলের শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত করা হয়েছে বহু স্বেচ্ছাসেবককে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা বাহিনীর স্পেশাল টিম।

সারাদেশ থেকে আগত মুসল্লিদের খাবারের জন্য উভয় মাঠে সুপেয় নিরাপদ পানির ব্যবস্থাসহ রয়েছে সহস্রাধিক টয়লেট, ওজু ও গোসলের ব্যবস্থা।আগামী ৩০ নভেম্বর সকাল সাড়ে ৮টায় আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মাহফিলের কার্যক্রম শেষ হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network