আপডেট: নভেম্বর ২৯, ২০২৪
সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার মিল্টন
দর্শনা কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম মেহফুজ মিল্টন (৪৫) সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। তিনি দর্শনা পৌরশহরের মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রমের পর বৃহস্পতিবার (২৮শে নভেম্বর ২০২৪) রাতে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে দর্শনা থেকে মিল্টনকে গ্রেফতার করেন সেনাবাহিনীর একটি দল। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে রামদা, চাইনিজ কুড়াল, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মিল্টনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশহাব আল রাফিদ, মিল্টনের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।