আপডেট: মার্চ ৬, ২০২৫
খুলনা প্রতিনিধি:: চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন, বিএমডিসি থেকে ম্যাটসদের রেজিস্টেশন দেওয়া বন্ধ ও রিটের দ্রুত নিষ্পত্তি, বিসিএসে চিকিৎসকদের বয়সীমা ৩৪ বছর করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন খুলনার বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। খুলনা মেডিক্যাল কলেজ, গাজী মেডিক্যাল কলেজ, খুলনা সিটি মেডিক্যাল কলেজ ও আদ-দ্বীন মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, দেশের মেডিক্যাল শিক্ষার্থীরা দীর্ঘ ১৩ বছর ধরে ঝুলে থাকা ‘ডাক্তার’ পদবি সংক্রান্ত রিটের নিষ্পত্তিসহ ৫ দফা দাবিতে আন্দোলন করছে।ভঙ্গুর স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে অবিলম্বে এসব দাবি পূরণ করতে হবে। আগের সরকার ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্টেশন দেওয়া শুরু করেছিল, যা ছিল সম্পূর্ণ বেআইনি আত্মঘাতী।
শিক্ষার্থীরা অবিলম্বে ১০ হাজার ও প্রতিবছর ৪-৫ হাজার চিকিৎসক নিয়ে ভারসাম্য রক্ষার দাবি জানিয়ে বলেন, চিকিৎসকের আগের মতো সপ্তম গ্রেডে নিয়োগ ও আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করতে হবে। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে।
এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি ড্রাগ লিস্টের বাইরে ওষুধ লিখতে পারবেন না। এছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোন ওষুধ বিক্রি করতে পারবে না। স্যাকমো পদবি রহিত করে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ও ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিক্যালে বন্ধের দাবিও জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ১২ মার্চের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সানজিদা নাহার, মিরাজ আল ইমরান, ফাহিম আহমেদ, মেহেদী মাহি প্রমুখ।