আপডেট: জুলাই ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর সাধুর বটতলা এলাকায় বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল আড়াইটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে জ্বালানি তেলের ব্যবসায়ী মো. ফিরোজের দোকান এবং পাশে শহিদুল ইসলামের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের লেলিহান শিখা পাশের বসতঘরটিকেও আংশিক ক্ষতিগ্রস্ত করে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল-আমিন জানান, খবর পেয়েই সদর দফতরের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রথমে ফিরোজের জ্বালানি তেলের দোকানে ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকানি ও পথচারীরা পানি ছিটিয়ে চেষ্টা করলেও লাভ হয়নি। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর এলাকার লোকজন হাঁফ ছেড়ে বাঁচেন।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও কয়েকজন ব্যবসায়ীর স্বপ্ন চোখের সামনে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনরায় ব্যবসা গড়তে প্রশাসন ও সহকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।