৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু

আপডেট: জুলাই ৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: সংগৃহীত 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেশিন দিয়ে গরুর ঘাস কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩রা জুলাই ২০২৫) বিকালে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুরাতন বাস্তপুর গ্রামের ইছাহক মণ্ডলের ছেলে আক্তারুজ্জামান (৫৫) ও আলম হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে পোষা গরুর খাওয়ানোর জন্য বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎচালিত মেশিন দিয়ে ঘাস কাটছিলেন আক্তারুজ্জামান। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে ছোট ভাই আলম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আক্তারুজ্জামানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। কারও কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network