১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গা শেখপাড়ার রিকন আটক

আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইলেকট্রিক স্টান গান এবং দেশীয় অস্ত্রসহ রিকন নামের একজনকে আটক করেছে। রবিবার (১৪ই ডিসেম্বর) ভোরে পৌরশহরের শেখপাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রিকন একই এলাকার মৃত আ. সেলিমের ছেলে।

জানা যায়, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের মেজর সালমান হকের নেতৃত্বে সেনাবাহিনী ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ রবিবার ভোরে চুয়াডাঙ্গা পৌরশহরের শেখপাড়ায় অভিযান অভিযান পরিচালনা করে।

এসময় রিকনকে তার নিজ বাড়ি হতে আটকপূর্বক উদ্ধার করা হয় ১টি রামদা, ১টি তলোয়ার, ১টি চাকু, ১টি ইলেকট্রিক স্টান গান, ১টি ব্যাটন ও ১টি স্মার্ট মোবাইল ফোন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক রিকনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network