আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৫
গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জের মুকসুদপুরে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার গুপ্তরগাতী গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ওই গ্রামের বাসিন্দা বোরহান শেখ (৪১) ও তার স্ত্রী জামিলা বেগম (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, বিপুল পরিমাণ মাদ্রকদ্রব্য বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার গুপ্তরগাতী গ্রামে অভিযান চালানো হয়।ওই সময় মাদক ব্যবসায়ী বোরহান শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তাদের আটক করা হয়।
তিনি আরো বলেন, ‘উদ্ধার করা গাঁজাসহ আটকদের মুকসুদপুর থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।’

