১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নরসিংদীতে ১২ কেজি গাঁজা জব্দ: ২ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: নরসিংদীর রায়পুরায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

সোমবার সকাল ৬টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর এসআই (নি.) মোবারক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় নরসিংদী থেকে রায়পুরাগামী আঞ্চলিক সড়কের হাসনাবাদ বাজার এলাকার বটতলা জননী মেডিকেলের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, সামির মিয়া (৪৩), সালমা বেগম (৪০), রিমা বেগম।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার ওজন আনুমানিক ১২ কেজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network