১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

তালতলীতে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীতে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে বাবার হাতে সফিক হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর অভিযুক্ত হারুন হাওলাদার পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সফিক হাওলাদার দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে একাধিকবার রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হলেও তিনি সুস্থ হননি। সর্বশেষ গত ৭ অক্টোবর পুলিশের হাতে গ্রেফতার হয়ে ১০ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান সফিক। মুক্তির পর বাড়িতে ফিরে তিনি প্রায়ই বাবার কাছে মাদকের টাকা দাবি করতেন। ঘটনার দিন দুপুরে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে বাবা হারুন হাওলাদার ঘরে থাকা একটি ধারালো ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সফিককে নিজেই তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের মা রাসেদা বেগম বলেন, আমার ছেলে মাদকাসক্ত ছিল। বহুবার রিহ্যাবে দিয়েছি, এমনকি জেলেও গেছে; কিন্তু ছাড়া পাওয়ার পরও সে ঠিক হয়নি। আজ বাবা-ছেলের ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন তালতলী থানার ওসি মো. আশাদুর রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছেলের বাগবিতণ্ডার একপর্যায়ে বাবার ছুরিকাঘাতে সফিক হাওলাদার নিহত হয়েছেন। অভিযুক্ত বাবা নিজেই তার ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন। তবে ছেলের মৃত্যুর পর থেকে তিনি পলাতক রয়েছেন। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network