১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জীবননগরে পাওয়ার টিলারের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পার হওয়ার সময় পাওয়ার টিলারের ধাক্কায় ৫ বছর বয়সী কন্যাশিশু সামিয়া আক্তার মৃত্যুবরণ করেছে। সোমবার (১৫ই ডিসেম্বর) দুপুরে উপজেলার মাধবপুর গ্রামের মাঝপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। মৃত সামিয়া আক্তার একই গ্রামের শাহজাহান আলীর কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সামিয়া সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি পাওয়ার টিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network