১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

আড়িয়াল খাঁন নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুরের আড়িয়াল খাঁন নদী থেকে ভাসমান অবস্থায় হনুফা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার বাসিন্দা ছিলেন।

সোমবার বিকেলে পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। তাদের খবরের ভিত্তিতে পুলিশ এসে উদ্ধার কার্যক্রম চালায়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, সকালে পারিবারিক কলহের পর হনুফা বেগম বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। বিকেলে নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে স্বজনরা গিয়ে সেটি শনাক্ত করেন।আইনগত প্রক্রিয়া শেষে কোনো অভিযোগ না থাকায় নৌ পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network