আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৫
মাদারীপুরের আড়িয়াল খাঁন নদী থেকে ভাসমান অবস্থায় হনুফা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, সকালে পারিবারিক কলহের পর হনুফা বেগম বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। বিকেলে নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে স্বজনরা গিয়ে সেটি শনাক্ত করেন।আইনগত প্রক্রিয়া শেষে কোনো অভিযোগ না থাকায় নৌ পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।

