আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি মোটরসাইকেলসহ ৩৩ বোতল ভারতীয় মাদকজাতীয় সিরাপ উইন সেরেক্স ও ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবির টহল দল।
সোমবার (২২শে ডিসেম্বর) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর বিওপির একদল বিজিবি নায়েক খান মাহবুবের নেতৃত্বে রবিবার দুপুর ২টার দিকে সীমান্ত পিলার ৬৭/০৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার গয়েশপুর-গোয়ালপাড়া গ্রামের পিচ রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ১টি মোটরসাইকেলসহ ৩৩ বোতল ভারতীয় মাদকজাতীয় সিরাপ উইনসেরেক্স উদ্ধার করা হয়।
এছাড়া একই ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা রবিবার রাত পৌনে ৯টার দিকে সীমান্ত পিলার ৭২-এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার সন্তোষপুর গ্রামের মো. আলীর মেহগনি বাগানের ভেতর হতে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ৬৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার শ্রী সঞ্জয় কুমার।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

