আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আফজাল হোসেন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঝালকাঠি শহরের আড়ৎদারপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর থানার এক মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালতের বিচারক থাকে কারাগারে পাঠান।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিক একটি মামলায় ঝালকাঠি পৌর এলাকা থেকে আফজাল হোসেন রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আফজাল হোসেন রানাকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তারের ঘটনায় এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

