২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে দৈনিক আমার দেশ পত্রিকার এক বছর পালিত

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: দৈনিক আমার দেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি উপলক্ষে বরিশালে কেট কেটে আড়ম্বরপূর্ণভাবে দিনটি উদযাপন করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৫ টায় বরিশাল নগরীর বগুড়া রোলস্থ দৈনিক আমার দেশ কার্যালয় কেট কাটা হয়।

দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, বরিশাল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম জহির,বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, আমার দেশ পাঠক মেলার সদস্য সচিব আলহাজ্ব রাজু আহমেদ, বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি দানিসুর রহমান লিমন,সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম ও নাসির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জন্ম লগ্ন থেকেই আমার দেশ পত্রিকাটি গণমানুষের কথা বলে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রনী ভূমিকা পালন করছে। পাশাপাশি আমার দেশ পত্রিকাটি গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নিরালশ ভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network