আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫
গৌরনদী প্রতিনিধি।। গৌরনদী–আগৈলঝাড়া বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন–এর পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন–এর পক্ষে গৌরনদী–আগৈলঝাড়া বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
আজ রবিবার বিকেলে গৌরনদীর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপি প্রার্থী জননেতা জহির উদ্দিন স্বপনের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় গৌরনদী উপজেলা বিএনপি, আগৈলঝাড়া উপজেলা বিএনপি, গৌরনদী পৌর বিএনপিসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থীর লিগ্যাল টিমের প্রধান, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল রিন্টুর সমন্বয়ে মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন—মিজানুর রহমান মুকুল, সৈয়দ সরোয়ার আলম, হান্নান শরীফ, হাফিজ শিকদার, বশির আহমেদ পান্না, বদিউজ্জামান মিন্টু, শরীফ জাকির, শরীফ স্বপন, সাঈদুল আলম সেন্টু ও কামরুজ্জামান খোকন।
নির্বাচনী আচরণবিধি মেনে এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে অবস্থান করেন।

