২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

নেছারাবাদে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়সভা অনুষ্ঠিত!

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

সভায় উপস্থিত বক্তারা উপজেলার বিসিক শিল্প নগরীর উন্নয়ন এবং স্থানীয় জনগুরুত্বপূর্ণ নানা সমস্যার কথা তার নিকট তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুর রশিদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুক্তিযোদ্ধা সংসদ ও জুলাই বিপ্লবের যোদ্ধারাও সভায় নিজেদের মতামত প্রকাশ করেন।মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক আবু সাঈদ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র, ভূমি অফিস এবং বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন। তার এই সফরকালে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও জনবান্ধব ও গতিশীল করার তাগিদ দেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network