৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

পানছড়িতে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট: জানুয়ারি ৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহল দল উপজেলার আমতলী যাত্রী ছাউনির আশপাশ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭২টি দা, ৮টি কুড়াল ও ১০টি বনলতা সালশা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো বর্তমানে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ক্যাম্পের বিওপিতে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network