৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

পেয়ারা বাগান থেকে ২ লাখ টাকার গাঁজা গাছ উদ্ধার

আপডেট: জানুয়ারি ৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

রাজশাহী সংবাদদাতা:: রাজশাহীর পবা উপজেলার দুর্গা পারিলা এলাকার একটি পেয়ারা বাগান থেকে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাছটির বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকা।বুধবার (৭ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পবা থানা পুলিশের একটি টিম এ অভিযান চালায়। এ ঘটনায় বাগানের মালিক কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক মাজেদ আলী একই এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক। তিনি তার মালিকানাধীন ১১ কাঠা আয়তনের পেয়ারা বাগানের ভেতরে গাছের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছটির পরিচর্যা করে আসছিলেন। একপর্যায়ে গাছটি বড় আকার ধারণ করে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতায় পৌঁছে।

স্থানীয়রা পেয়ারা গাছের আড়ালে অস্বাভাবিক লম্বা একটি গাছ দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা গাছটি জব্দ করে এবং গাছটির পরিচর্যাকারী মাজেদ আলীকে আটক করে। জব্দ করা গাঁজা গাছটি থেকে প্রাপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার অধিক।

এলাকাবাসী জানান, মাজেদ আলী পারিবারিকভাবে সচ্ছল। তিনি পারিবারিক পেয়ারা বাগান দেখাশোনা করতেন। তবে এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে তার মেলামেশার কারণে এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে পারেন বলে ধারণা করছেন তারা। গাঁজা গাছের অস্তিত্ব সম্পর্কে আগে তারা কিছুই জানতেন না বলেও দাবি করেন।রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান জানান, দুর্গা পারিলা এলাকা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং জমির মালিক ও পরিচর্যাকারী কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network