আপডেট: জানুয়ারি ৮, ২০২৬
ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ওমর আলী নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের (মনির) নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।বৃহস্পতিবার সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের বিসমিল্লাহ হোটেলের পেছনের একটি কেবিন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওমর আলী (২৭) চরফ্যাশন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত মো. শাহজাহানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুঞ্জেরহাট বাজারে অভিযান চালায় পুলিশ। সেখানে ওমর আলীর দেহ তল্লাশি করে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান (মনির) জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।এদিকে মো. মনিরুজ্জামান বোরহানউদ্দিন থানায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।

