১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২টি বিদেশি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট: জানুয়ারি ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতকারী বা সন্ত্রাসী কতৃক সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় বিজিবি মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে জোর নির্দেশনা দেন। মহাপরিচালকের নির্দেশনার আলোকে মহানন্দা ব্যাটালিয়ন ( ৫৯বিজিবি) সীমান্তের দায়িত্বপূর্ন এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। এই প্রেক্ষিতে অস্ত্রের কয়েকটি চালান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারে। সেই লক্ষ্যে বিগত দুই মাস যাবত এ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেই প্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দিকনির্দেশনায় গতকাল ৮ই জানুয়ারি আনুমানিক রাত ৯:৪০ ঘটিকায় অধীনস্থ আজমতপুর বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩- এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজমতপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন। তিনি আরোও এই ব্যাটালিয়ন গত ৬ মাসে ৬ টি বিদেশী পিস্তল/ ওয়ান শুটার গান,১২ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগজিন উদ্ধার করেছে। উল্লেখ্য যে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন আসামি সহ ৩৩ টি বিদেশী পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগজিন আটক করেছে। এই সীমান্তে সব ধরনের চোরাকারবারীরা অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালানে যতই নতুন পদ্ধতি অবলম্বন করুক না কেন, সকল প্রকার অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান এবং চোরাকারবারীদের প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network