২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনকালে মাস্ক ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট: এপ্রিল ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাস মোকাবিলায় দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহার করার জন্য সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাবিশ্বে মাস্ক ব্যবহারের ওপর কম গুরুত্ব দিয়ে আসলেও এবার সংক্রমণ ঝুঁকি কমাতে এর ব্যবহার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বিশ্ব।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অনুজীব বিশেষজ্ঞ আড্রিয়েন বুর্চ-এর একটি লেখার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সিএনএনের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক খুব একটা কাজ করে না শুনলেও এ দাবির পক্ষে শক্ত কোনো প্রমাণ দেখা যায়নি। বরং এ দাবির বিপরীত নজির রয়েছে। মাস্কের ব্যবহার বর্তমান বৈশ্বিক মহামারির মতো ভাইরাস সংক্রমণ রোধে সহায়তা করে।
যথাযথভাবে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্কের ব্যবহার সংক্রমণ ও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কাজে দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network