৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু

আপডেট: এপ্রিল ২৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলায় পুকুর খননের সময় হিটস্ট্রোকে মো. নয়া মিয়া ফকির নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নয়া মো. মিয়া ফকির একই গ্রামের আমির আলী ফকিরের ছেলে।

জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টার চর গ্রামের হাসান মিয়ার বাড়িতে পুকুর খননের কাজ করতে যান মো. নয়া মিয়া। এ সময় হিটস্ট্রোক করেন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।নিহতের ভাই সোবাহান ফকির জানান, সকালে পুকুর খননের কাজ করতে গিয়ে হিটস্ট্রোক করেন নয়া মিয়া। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হিটস্ট্রোকে মারা গেছেন বলে জানান চিকিৎসক।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network