১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব, ঘরবাড়ি বিধ্বস্ত

আপডেট: এপ্রিল ১৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকিত প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে খুটি ভেঙে তার ছিড়ে বিদ্যুৎহীন পুরো উপজেলা।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড বেগের ঝড়ে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। লেবুখালী ইউনিয়নের মুন্সীরহাট এলাকায় গাছচাঁপায় সুলতান পাহলান গুরুতর আহত হয়ছে। এছাড়াও আশপাশের গ্রামের আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি বিধস্ত, গাছপালা ভেঙ্গে ও উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: বাকের আলী (বাবুল) হাওলাদার বলেন, তার বাড়ির সামনের মসজিদের ছাউনীসহ এলাকার অনেক ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার বলেন, ঝড়ে তার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সবচেয়ে বেশি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যান্য ওয়ার্ডেও ঘরবাড়ির ক্ষয় ক্ষতির খবর পেয়েছি। দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ বলেন, ঝড়ের পর পরই বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতি নিরুপণের নির্দেশনা দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network