৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পিরোজপুরে রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট: এপ্রিল ২১, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। রাস্তার দুপাশে দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হচ্ছে বুলডোজার দিয়ে। রবিবার সকাল থেকে খুলনা বরিশাল মহাসড়কের সিও অফিস মোড়,  শহরের বঙ্গবন্ধু চত্ত্বর ও এর আশপাশ এলাকায় চালানো হয় এ অভিযান। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ।

সড়ক বিভাগ খুলনা জোনের সিনিয়র সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইয়ানুর রহমান জানান, পিরোজপুর সড়ক বিভাগাধীন বরিশাল-খুলনা সড়কের সিও অফিস বঙ্গবন্ধু চত্ত্বরের আশপাশ ও পিরোজপুর হুলারহাট সড়কের দুপাশ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাউখালী প্রান্তের এ্যাপ্রোচ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান আছে। সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত আছে। তাদের এ কার্যক্রম চলমান থাকবে। উচ্ছেদ অভিযানে খুশি সাধারণ মানুষ। সড়কের দুপাশ দখলমুক্ত করে সড়ককে প্রশস্ত করার আহবান সাধারণ মানুষের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network