২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নরসিংদীতে ঝড়ে দেয়াল ধসে নিহত ১, আহত ২

আপডেট: এপ্রিল ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ কালবৈশাখী ঝড়ে নরসিংদী ও হবিগঞ্জের মাধবপুরে এক কিশোরী নিহত এবং তার দুই বোন আহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ের সময় দেয়াল চাপা পড়ে এ ঘটনা ঘটে।এরআগে দুপুরের ঝড় ও শিলাবৃষ্টিতে মাধবপুরে শতাধিক কাঁচাঘর, উঠতি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানাগেছে, নরসিংদীতে ঝড়ে বসতঘরের দেয়াল ধসে পড়ায় ইয়াছমিন (১৪) নামে এক কিশোরী নিহত এবং রত্না (১৬) ও হাসি (১০) নামে তার দুই বোন গুরুতর আহত হয়েছে।

তারা নরসিংদী শহরের বানিয়াছল বালুরচর এলাকার বাসিন্দা চা বিক্রেতা ইয়াছিন মিয়ার সন্তান।এছাড়া শহরের বেশ কিছু কাঁচা, আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা ভেঙে রাস্তায় পড়েছে। শহরতলির বীরপুর, বৌয়াকুড়, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা এবং ব্রাহ্মন্দী এলাকায়ও ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে মাধবপুর উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝড় ও শিলাবৃষ্টি বয়ে গেছে।

এতে বিভিন্ন গ্রামে শতাধিক কাঁচাঘরবাড়ি ও উঠতি ইরি-বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি।

উপজেলা সদরসহ আদাঐর, শাহজাহানপুর, বুল্লা, ছাতিয়াইন জগদীশপুরে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে জানাগেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network