২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

আপডেট: জুন ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: এশিয়ার দেশ ভারতে দিন দিন বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা। টানা চতুর্থদিন সর্বোচ্চ আক্রান্তের পাশাপাশি এবার মৃত্যুতেও নতুন রেকর্ড গড়েছে দেশটি।

বৃহস্পতিবার (৪ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ২৬০ জনের। মারা গেছেন মোট ৬ হাজার ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৯১৯ জন।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৪ হাজার ১০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও চিকিৎসাধীন ১ লাখ ৬ হাজার ৭৩৭ জন।

রাজ্যগুলোর মধ্যে এখনও সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। সেখানে ৭২ হাজারের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরপরেই রয়েছে তামিলনাড়ু, গুজরাট ও দিল্লি। সংক্রমণ বাড়ছে বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিমেও।

বিশ্বের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় বর্তমানে সপ্তম স্থানে রয়েছে ভারত। তবে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে শিগগিরই তারা ইতালিকে ছাড়িয়ে ছয় নম্বরে চলে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network