২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিশ্বব্যাপী করোনায় কেড়ে নিল ৫ লাখ ৫৭ হাজারের বেশি প্রাণ

আপডেট: জুলাই ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিশ্বে ৫ লাখ ৫৭ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,  বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ৪০৫ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১ লাখ ৮৭ হাজার ৩৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ১৯৯ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৪২ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৫৯ হাজার।

যুক্তরাষ্ট্রে গত একদিনেও মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি। ২৪ ঘণ্টায় আরো ৬১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৩২ লাখ ১৯ হাজার ৯৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮২২ জনের।মেক্সিকোতে একদিনের ব্যবধানে প্রাণ গেছে আরো ৭৮২ জনের। এ পর্যন্ত দেশটিতে ৩৩ হাজারের বেশি মৃত্যু হয়েছে, আক্রান্ত পৌনে ৩ লাখ। হঠাৎই একদিনে সোয়া ২শ’ মৃত্যু হয়েছে ইরানে। ২শ’র কাছাকাছি মৃত্যু দেখেছে কলম্বিয়া, পেরু, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চিলি ও ইরাক।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network