২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ফাস্ট ফুডের দোকানের সামনে গাঁজা বিক্রির সময় হাতেনাতে ধরল পুলিশ

আপডেট: অক্টোবর ২১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর শাহআলী থানাধীন বিসমিল্লাহ ফাস্ট ফুডের দোকানের সামনে গাঁজা বিক্রির সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তিন মাদক ব্যবসায়ীর মধ্যে দু’জনই নারী। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- খাদিজা, মো. সৈয়দ আলী ও সালমা বেগম।শাহ্ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (বৃহস্পতিবার) তিনি বলেন, বুধবার রাতে আমাদের কাছে তথ্য আসে শাহআলী থানাধীন ডি-ব্লকে অবস্থিত বিসমিল্লাহ ফাস্ট ফুডের দোকানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী একত্রিত হয়েছেন মাদক বিক্রির উদ্দেশ্যে। তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে তিনজন মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। তাদের তিনজনকেই গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার তিন মাদক ব্যবসায়ীর মধ্যে দুই জন নারী ও এক জন পুরুষ। গ্রেফতারের পর তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাবাদেও তারা স্বীকার করেছে এই স্থানে তারা গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান নিয়েছিল।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে শাহ্ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network