২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ইউপি নির্বাচনঃ চরফ্যাসনে হামলায় ১৫ জন আহত

আপডেট: নভেম্বর ২২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলায় ১৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসন্ন ২৮ নভেম্বর ভোলার চরফ্যাসন উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌকিদার মোড় বাজার এলাকায় গতকাল রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। ১নং ওয়ার্ডের মোরগ প্রতীকের ইউপি সদস্য পদ প্রার্থী মো.আল আমিন অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী নিজাম নাডার নির্দেশে সালাউদ্দিন মাঝির নেতৃত্বে সন্ত্রাসী দল আমার কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। এঘটনায় ১৫জন আহত হলে তাদের চরফ্যাসন ও গুরুতর ১জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূক্তভোগী এ প্রার্থী আরও বলেন, আমি বাজারের চায়ের দোকানে চা খাওয়ার সময় পরিকল্পিতভাবে সালাউদ্দিন মাঝি আমার সঙ্গে নির্বাচন নিয়ে বাকবিতন্ডা করে একটি ইস্যু তৈরী করে এবং নিজাম নাডার নির্দেশে সালাউদ্দিন মাঝি,রুবেল,গিয়াসউদ্দিন,শামসুদ্দিন,জাফর,আবদুল হাইসহ বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী গুন্ডা বাহিনী নিয়ে আমাকে মারধর করে। এসময় সন্ত্রাসীদল আমার সমর্থক ও আমার বাসা বাড়িতে গিয়ে দেশীও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে নারী পুরুষসহ ১৫জনকে আহত করে। এবিষয়ে আমি তাৎক্ষণিক মৌখিকভাবে চরফ্যাসন থানার অফিসার ইনচার্জকে অভিযোগ করি। এবং লিখিতভাবে চরফ্যাশন নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামকে জানিয়েছি। এ হামলার নির্দেশনার অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী নিজাম নাডা বলেন, আল-আমিনের শ্বশুর সাহাবুদ্দিন আমার সমর্থককে হুমকি ধমকি দিলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এসময় তাদের ইট মারামারিতে তাদের নিজেদের লোকজন আহত হয়েছে। চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে নিবৃত্ত করেন বলে জানান। এবিষয়ে চরফ্যাসন নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নির্বাচনী বিধি নিষেধ মেনে না চললে যথাযত আইনী ব্যবস্থা নেওয়া হবে, হামলার ঘটনায় লিখিত অভিযোগ কপি চরফ্যাসন থানা পুলিশকে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network