২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে জব্দকৃত জাটকা নিয়ে লঙ্কাকাণ্ড

আপডেট: নভেম্বর ২৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক,:বরিশালে একশ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ১২টার পরে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রাস্তার মুখে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চত করে নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, জব্দকৃত জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা করা হবে।

তবে পুলিশের অভিযানের বিষয়ে কিছুই জানে না মৎস্য অধিদফতর জানিয়ে বিভাগীয় মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান তালুকদার বলেন, মৎস্য অধিদফতরকে না জানিয়ে অভিযান চালানো কিংবা মাছ বিতরণের সিদ্ধান্ত নিতে পারে না নৌ-পুলিশ।

এদিকে মাছ নিতে আসা মানুষদের ওপর নৌ-পুলিশকে লাঠিচার্জ করতে দেখা গেছে। তবে পুলিশ তা অস্বীকার করেছেন।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত এসআই নূরুল আমীন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের ভোলার রাস্তার মুখে অভিযান চালিয়ে ট্রাকভর্তি জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর থেকে জব্দকৃত মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এ ঘটনায় পটুয়াখালী জেলার কলাপাড়ার বাসিন্দা হাসান সিকদার (২৮) ও গলাচিপা উপজেলার বাসিন্দা নান্নু মৃধাকে আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network