১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

দুমকিতে বৃষ্টির জন্য নামাজ আদায়

আপডেট: এপ্রিল ২৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি প্রতিনিধি:: তীব্র দাবদাহে পুড়ছে সমগ্র বাংলাদেশ। এই দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টি জন্য পটুয়াখালীর দুমকির পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা ও পাংগাশিয়া দরবার শরীফের উদ্যোগ বিশেষ ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।

আজ শনিবার সকাল সাড়ে ৬টায় এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার মাঠে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি মোঃ ইউসুফ আলী ।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। রোদের আলোয় কেউ বের হতে পারছেন না ঘর থেকে। দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষরা পড়েছে চরম ভোগান্তিতে। চলমান মৌসুমে চাষাবাদ করতে পারছে না কেউ। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে বলে জানান তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network