১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

রাঙ্গাবালীতে খালে পাওয়া সেই টর্পেডোটি নিয়ে গেছে নৌবাহিনী

আপডেট: এপ্রিল ২৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালে পাওয়া সেই টর্পেডোটি উদ্ধার করে নিয়ে গেছে নৌবাহিনী। আজ সোমবার দুপুরে মৌডুবি ইউনিয়নের মরীকান্দা গ্রামের ভাঙা খাল থেকে টর্পেডো সদৃশ বস্তুটি নৌ-বাহিনীর সদস্যরা ভাসিয়ে শের-ই-বাংলা নৌঘাটিতে সরিয়ে নেয়া হয়। টর্পেডোটি সরিয়ে নেয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, রবিবার সকালে খালে ভাসমান অবস্থায় টর্পেডো সদৃশ বস্তুটি ভাসতে দেখে এলাকাবাসী আতংকিত হয়ে পুলিশে খবর দেয়। পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে বিষয়টি দেখে নৌবাহিনীকে অবগত করে। বিকেলে নৌ-বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করে জানায়, ভেসে আসা বস্তুটি ‘প্রাকটিস ডামি টর্পেডো’। টর্পেডোটি নৌ-বাহিনী, কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে রাতে পাহারা দেয়। আজ সোমবার দুপুরে কলাপাড়ায় অবস্থিত বানৌজা শেরে-ই-বাংলা নৌঘাটিতে নিয়ে গেছেন নৌ-বাহিনীর সদস্যরা। এটি মূলত অনুশীলন কাজে ব্যবহৃত হয় তাই ক্ষতিকারক কিছু নয়। এটি বাংলাদেশের নয়। তবে কোন দেশের তা এখনও নির্ণয় করতে পারেনি তারা। তবে এটি নিয়ে তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network