আপডেট: অক্টোবর ৯, ২০২৪
আপডেট নিউজ ডেস্ক:: সরকারি ঘোষণার দুই হাজার ৪২০ টনের মধ্যে যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে ৯ দিনে ৪৫৯ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) পর্যন্ত এ বন্দর দিয়ে ১৫০ ট্রাকে এ ইলিশ ভারতে যায়।
এর মধ্যে গত ২৬ সেপ্টেম্বর ২০ ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রবিবার ৬ ট্রাকে ১৯ টন, সোমবার ৩০ ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার ২৩ ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন, শনিবার ১৩ ট্রাকে ৪২ টন, সোমবার ৮ ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সবশেষ আজ ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১১৮০।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, মঙ্গলবার ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। এ নিয়ে ৯ দিনে ভারতে ইলিশ রফতানি হলো ৪৫৯ মেট্রিক টন।