আপডেট: অক্টোবর ২৮, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের পর সকাল ১০টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করেছে জেলা যুবদল।ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান তুষার, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির প্রমুখ। এ সময় ডাক্তার মাহবুবা ফেরদৌস মিথুন ও ডাক্তার মো. রফিকুল ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন।
জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ জানান, জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের সেবা করার লক্ষে এই যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মতে আমাদের এ কার্যক্রম।