আপডেট: নভেম্বর ১, ২০২৪
র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক আসামি শরিফুল
ঝিনাইদহে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিলসহ শরিফুল ইসলাম (৩৩) নামের এক যুবককে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১লা নভেম্বর ২০২৪) ভোরে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শরিফুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের আব্দুর গফুরের ছেলে।
শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাস টার্মিনালের সিনহা কনফেকশনারি দোকানের সামনে বটগাছের নিচ থেকে শরিফুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। এসময তাঁর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৪৩ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা।
জব্দকৃত আলামতসহ আটক আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।