আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫
তাইজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: ইয়ুথ পাওয়ার পটুয়াখালী’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও সদস্য সম্মেলন–২০২৫ গতকাল রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পটুয়াখালী পৌর পার্কে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হয়েছে। পুরো পার্ক সাজানো ছিল রঙিন ব্যানার, পতাকা এবং আলোকসজ্জায়, যা উপস্থিত দর্শক ও সদস্যদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে পটুয়াখালী জেলার সব উপজেলা থেকে আগত ইয়ুথ পাওয়ারের সদস্য, দায়িত্বশীল নেতা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনের সামাজিক কার্যক্রম, মানবিক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা।
বিশেষভাবে আলোচিত বিষয়সমূহ ছিল: দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদান, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ ও বন রক্ষা কার্যক্রম, স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: বদরুজ্জামান শামিম।
এসময় তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠান আমাদের সমাজে তরুণদের মানবিক উদ্যোগ এবং নেতৃত্ব প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে আপনারা যে কার্যক্রম গ্রহণ করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।’
প্রধান অতিথি ডা: জিয়াউর রহমান বলেন, ‘ইয়ুথ পাওয়ার কেবল একটি সংগঠন নয়, এটি তরুণদের নেতৃত্ব এবং সমাজকল্যাণের প্রতীক। তরুণরা যখন একত্রিত হয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আপনারা সক্রিয় থাকুন এবং মানবসেবার কাজ চালিয়ে যান।’
উপদেষ্টা মারুফা সুলতানা গলাচিপা উপজেলার কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পিত উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যদের উচিত স্থানীয় জনগণের কল্যাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং মানবিক দায়িত্ববোধের চর্চা বজায় রাখা।’
প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ হোসেন বলেন, ‘ইয়ুথ পাওয়ার কেবল একটি সংগঠন নয়, এটি তরুণদের স্বপ্ন, উদ্যোগ এবং মানবসেবার প্রতীক। আমরা একসাথে হলে যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারি। সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য।’
সম্মেলনের প্রতিটি মুহূর্ত ছিল উদ্দীপনাময় ও প্রেরণাদায়ক। বক্তারা বারবার তরুণদের সামাজিক দায়িত্ব, সহযোগিতা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন। সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, ভবিষ্যতে যে ধরনের সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে তা নিয়ে আলোচনা করেন এবং নিজ নিজ উপজেলায় কার্যকর উদ্যোগ গ্রহণের সংকল্প নেন।
সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলন ইয়ুথ পাওয়ার পটুয়াখালী’র সাংগঠনিক শক্তি, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক অঙ্গীকারকে নতুন উদ্দীপনা দিয়েছে। এটি কেবল একটি বার্ষিক সভা নয়, বরং তরুণদের মধ্যে নেতৃত্ব, ঐক্য এবং সমাজসেবার মানসিকতা বৃদ্ধি করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

