আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
জীবননগর উপজেলার ১নং উথলী ইউনিয়ন পরিষদের সদস্য মঈনুল হাসান মঈনের দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার (২৮শে ডিসেম্বর) সকাল ১১টার সময় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ দাফন করা হয় উথলী বেলেদাড়ি কবরস্থানে।
গ্রাম ও পাড়া-মহল্লার মুসল্লি ছাড়াও জানাজায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সিনিয়র সহসভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, সদস্য সচিব আরমান আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উথলী ইউপির ২নং ওয়ার্ড সদস্য মঈনুল হাসান মঈন (৫৮) শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে স্ট্রোক করেন। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে সাড়ে ৮টার দিকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আনা হয়। তিনি উথলী গ্রামের মোল্লাবাড়ী পাড়ার মৃত খন্দকার জকিম উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

