২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
পলাশবাড়ীতে খড়ের পালায় বারবার আগুন, নিরাপত্তাহীনতায় এক পরিবার ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ভোলায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ ইউপি সদস্য মঈনের দাফন সম্পন্ন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউট্যাবের উদ্যোগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে,আলোচনা ও দোয়া মোনাজাত গাইবান্ধায় স্বাস্থ্যখাতে এখনো সেই ‘পুরানো সিন্ডিকেট’, নেপথ্যে স্বাচিপ নেতা খাগড়াছড়িতে পুনাকের মানবিক উদ্যোগ: শীতার্ত শিশুদের পাশে পুলিশ নারী কল্যাণ সমিতি বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

ভোলায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।আজ রবিবার দুপুরে উপজেলার মানিকার হাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মো. মিজান (৩৬), রিয়াজ উদ্দিন ও আজমিরী আমরিন (২০)। এর মধ্যে মো. মিজান ও রিয়াজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় আজমিরী আমরিনকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুপুরে লালমোহন থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভোলার দিকে যাচ্ছিল। বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া, গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network