আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫
আপডেট:
জাকির হোসেন হাওলাদার দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)–এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি কনফারেন্স কক্ষে গিয়ে শেষ হয়।র্যালি শেষে বেলা সোয়া ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মো. জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউট্যাব নেতা প্রফেসর বদিউজ্জামান, প্রফেসর ড. মো. খোকন হোসেন, প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, জিয়া পরিষদের নেতা মো. মাহফুজুর রহমান সবুজ, ড. আমিনুল ইসলাম টিটো, আরিফুর রহমান নোমান, রিয়াজ কাঞ্চন শহীদ, মাহমুদ আল জামান, ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতা মো. মাহবুবুর রহমান ও মো. মোশারেফ হোসেন প্রমুখ।বক্তারা তারেক রহমানের সফল স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তারেক রহমানের ঘোষিত আগামীর শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে দেশ পরিচালনায় সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জহুরুল হক।

